হাতে হাত রেখে গড়া মোদের এই পথচলা,
একই সুতোয় গাঁথা স্বপ্ন, হৃদয়ে কথা বলা।
'বন্ধন' শুধু একটি নাম নয়, এ যে এক আশা,
ছড়িয়ে দেওয়া বুক ভরা ভালোবাসা।
নিজের পায়ে দাঁড়াবো মোরা, ঘুচবে অন্ধকার,
উন্নয়নের জোয়ারে খুলবে ভাগ্যের নব দ্বার।
অল্প অল্প সঞ্চয়ে গড়ি আগামীর জয়গান,
পারিবারিক সুখে হাসবে প্রতিটি অম্লান প্রাণ।
বিপদে মোরা পাশে থাকি, সম্পদে হই সাথী,
জ্বলবে ঘরে ঘরে আজ উন্নতির এই বাতি।
একতার মন্ত্রে দীক্ষিত মোরা, অটুট মোদের বল,
'বন্ধন' এর ছায়াতলে সার্থক হবেই সকল।
২০১৯ সালে বন্ধন সমিতি তৈরি করার জন্য পলিসি গঠন করা হয়েছিল, সভাপতি মোঃ সাব্বির আহমেদ এবং ও আইটি বিভাগ প্রধান মোহাম্মদ মসরাক হোসাইন সানি উভয়ের সম্মিলিত চেষ্টায় পরবর্তীতে সাবেক অর্থ বিভাগের প্রধান জুবায়ের বিন শফিক উক্ত তিন সদস্য বিশিষ্ট বন্ধন সমিতি গঠিত হয় । ২০২০ সাল ১ জানুয়ারি ৪০ জন সদস্য বিশিষ্ট থেকেই এটির কার্যকারিতা আরম্ভ হয় । ইনশাআল্লাহ এখন পর্যন্ত সফলভাবে বন্ধন সমিতির কার্যকর রয়েছে , ভবিষ্যতে একটি বড় প্রকল্পের করার উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা।।
”বন্ধন” একটি পারিবারিক উন্নয়ন প্রকল্প ২০২০ সাল ১ জানুয়ারি ৪০ জন সদস্য নিয়ে বন্ধন এর যাত্রা শুরু হয় । ভবিষ্যতে বড় প্রকল্প প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই আমাদের এই কার্যকলাপ ।যদিও ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে বন্ধন এর কার্যকলাপ শুরু হয়েছিল তবে হাটি হাটি পা পা করে বন্ধন অতি শীঘ্রই একটি বড় প্রকল্পে রূপান্তরিত হবে এ আশাবাদ করি ইনশাআল্লাহ । এটি একটি সম্পূর্ণ ইসলামিক শরীয়ত ভিত্তিক প্রকল্প। এই প্রকল্পকে একটি বৃহৎ প্রকল্পে রূপান্তর করার জন্য কাজ করছে বন্ধন পরিচালনা কমিটি বপক ।
August 04, 2022