বিকাশে বা নগদে বা রকেট বা উপায় এর মাধ্যমে টাকা পাঠানোর সময় রেফারেন্স অপশনে আপনার নাম+অ্যাকাউন্ট সংখ্যা+ কোন মাসের দিচ্ছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন। নিচের একটি নমুনা দেওয়া হলো। এবং যারা সঠিকভাবে কাজটি সম্পন্ন করবে তাদের একটি ফিরতি ম্যাসেজ যাবে ,তারও একটি নমুনা দেয়া হলো। যদি আপনি দোকান হতে পাঠান তবে দোকানীকে বলে দিন যে রেফারেন্স আইডিতে আপনার নাম+অ্যাকাউন্ট সংখ্যা+ কোন মাসের ।
যারা সঠিকভাবে কাজটি সম্পন্ন করবেন, তাদের একটি ফিরতি ম্যাসেজ যাবে। তারও একটি নমুনা দেয়া হলো।
আপনার বিকাশ নম্বর থেকে আমাদের বন্ধন এর বিকাশে বা নগদে বা রকেট নম্বরে সেন্ড মানি করুন। আমাদের বন্ধন এর বিকাশে বা নগদে বা রকেট নাম্বরে টাকা পাঠানোর পূর্বে নম্বরটি ভালোভাবে যাচাই করে নিন । যদি ভুলক্রমে আপনি টাকাটি ভুল জায়গায় পাঠান সেই ক্ষেত্রে বন্ধন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পার্সোনাল বিকাশ বা নগদ বা রকেট নম্বরঃ
Mobile Banking
Bkash, Nagad, Rocket, Upai
01821753160
অবশ্যই বিকাশে টাকা পাঠানোর সময় রেফারেন্স আইডি তে আপনার নাম উল্লেখ করে দিবেন ।এবং বিকাশ উত্তোলন চার্জ সহ দিবেন ।
বিকাশে প্রতি হাজারে 20 টাকা চার্জ কাটে সুতরাং 210 টাকায় 5 টাকা চার্জ কাটবে । একইভাবে নগদ ও রকেট টাকা পাঠাবেন।
আপনি যদি কোন প্রকার চার্জ ছাড়া টাকা পাঠাতে চান, তাহলে বন্ধন পরিচালনা কমিটির এর অর্থ ও আইটি বিভাগের পার্সোনাল অ্যাকাউন্ট নম্বর ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর মাধ্যমে আপনার কিস্তি পাঠাতে পারেন । অ্যাকাউন্ট নাম এবং অ্যাকাউন্ট নম্বর নিচে দেয়া হল:
A/N.- MOHAMMAD MOSHRAK HOSSAIN
A/NO.- 1651050010205
Halishahar Branch, Chittagong
কিস্তি জমা দেওয়ার পর ব্যাংক জমার রশিদ এর ছবি তুলে বন্ধন পরিচালনা কমিটির অর্থ ও আইটি বিভাগ এর পার্সোনাল হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জার ইনবক্স করতে হবে। অথবা ফোন করে জানিয়ে দিতে হবে । ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা অথবা এজেন্ট ব্যাংকিং এর শাখার মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি আপনার কিস্তি টাকা পাঠাতে, পারেন নিচে আমার একাউন্টের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে ।
এছাড়া সিটি ব্যাংক অথবা ইউসিবিএল ব্যাংকের মাধ্যমে যদি আপনি কিস্তি পাঠাতে চান তবে নিচের ক্লিক করুন
DBBL AND UCBL