নোটিশ: ৬
🔴 জরুনী নোটিশ:
সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনারা জানেন কোনো সদস্য একটানা ৬ মাস কিস্তি না দিলে তার অ্যাকাউন্ট টি ডিএকটিভ থেকে একটিভ ফি ২০০ টাকা (প্রতি জন)। তবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ মধ্যে যদি সমস্ত কিস্তি পরিশোধ করেন, তবে একটিভ ফি ২০০ টাকা বিশেষ বিবেচনায় মাফ করা হইবে।
বন্ধন পরিচালনা কমিটি
বপক
নোটিশ: ৫
সম্মানিত সদস্যবৃন্দ খুব শীঘ্রই বন্ধন সমিতি প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে ,যেহেতু আমাদের সমিতিটি অত্যন্ত সফলভাবে পাঁচ বছরে পদপন করতে যাচ্ছে , ২০২৪ জানুয়ারিতে সুতরাং এটি একটি ম্যাচুরিটি সমিতি বা সংগঠন বলা যেতে পারে । তাই আমরা প্রতিষ্ঠানটিকে একটি আঞ্চলিক জাতীয়তা রূপ দেয়ার জন্য, একটি ডোমেইন অর্থাৎ ওয়েবসাইট নির্মিত করতে যাচ্ছি, ইতিপূর্বে আমাদের যে ওয়েবসাইটে ছিল সেটা ছিল মূলত সম্পূর্ণ ফ্রি ভার্সনের একটি ফ্রি সাইট সেটি কোন পেইড ওয়েবসাইট ছিল না, কিন্তু আমরা এখন একটি ইউনিক প্রাতিষ্ঠানিক নাম দিতে যাচ্ছি নিচে দুটি নাম প্রাথমিকভাবে মনোনীত হয়েছে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে কোন নামটি কে দিতে চান সেটি জানান ,ধন্যবাদ ।
বন্ধন পরিচালনা কমিটি
নোটিশ: ৪
ইতিমধ্যে যাদের জাতীয় পরিচয় পত্র এবং দুই কপি ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, ওয়েবসাইটে তাদের একাউন্টের উপরে ভেরিফিকেশন একটি গ্রীন চিহ্ন দেখাবে সুতরাং যারা এখনই পর্যন্ত আপনার জাতীয় পরিচয় পত্র এবং দুই কপি ছবি পাঠান নাই ,অনুগ্রহ করে অতি শীঘ্রই আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন।
বন্ধন পরিচালনা কমিটি
বপক
নোটিশঃ৩
একটি বিশেষ ঘোষনা:
নোটিশঃ২
ঘোষনা,
এতদ্বারা জানানো যাচ্ছে যে, বন্ধন সমিতির এই পর্যন্ত আপনার যত বকেয়া আছে, আপনি নভেম্বর ৩০ তারিখের মধ্যে পরিশোধ করুন অনুগ্রহ করে। আগামী ২০২৩ সাল, ১ জানুয়ারি হতে নতুন নীতিমালায় প্রতি কিস্তি ২৬০ টাকা সহ প্রতি মাসের ১-২০ তারিখের মধ্যে পরিশোধ করুন, অন্যথায় ২০ তারিখ অতিক্রম করলে প্রতি অ্যাকাউন্ট এর জন্য ৫ টাকা করে জরিমানা ধার্য করা। কেননা আমরা চাই প্রতি মাসের টাকা প্রতি মাসে পরিশোধ হোক, নতুবা আপনার যদি অনেক টাকা বকেয়া হয়ে যাই, সেক্ষেত্রে আপনার কিস্তি পরিশোধ করতে সমস্যা হতে পারে, সেইজন্য জরিমানা বাবদ ৫ টাকা ধার্য করা হলো। আপনার জরিমানা না হওয়ার জন্য প্রতি মাসে ১-২০ রাত ১২ টার পূর্বে আমার কিস্তি পরিশোধ করুন। যেহেতু আমাদের লেনদেন সমূহ ওয়েভসাইট অটোমেটিক সম্পন্ন করতে তাই কেউ যদি ২০ তারিখ রাত ১২ টার ১ সেকেন্ড পর ও কিস্তি পরিশোধ করে। ওয়েভসাইট তার অ্যাকাউন্টে অটোমেটিক জরিমানা বসিয়ে দেবে। সেইক্ষেত্রে পরবর্তী মাসে আপনাকে বর্তমান মাসের জরিমানা পরিশোধ করতেই হবে। ধন্যবাদ
বন্ধন পরিচালনা কমিটি
বপক
নোটিশঃ১