বন্ধন
একটি পারিবারিক উন্নয়ন প্রকল্প
স্থাপিত: ০১-০১-২০২০
পরিবারই শক্তি, পরিবারেই প্রগতি; বন্ধন গড়ে উন্নত জীবননীতি
পরিবারই শক্তি, পরিবারেই প্রগতি; বন্ধন গড়ে উন্নত জীবননীতি
বন্ধন অ্যাসোসিয়েশন, পরিবারে সুদৃঢ় বন্ধন।
পরিবারই শক্তি, পরিবারেই প্রগতি; বন্ধন গড়ে উন্নত জীবননীতি
হাসি মুখে একসাথে, বন্ধন সবাইকে রাখে সাথে।
পরিবার আমার, পরিবার সবার; বন্ধন অ্যাসোসিয়েশন উন্নয়নের অঙ্গীকার।
সম্মানিত সদস্যবৃন্দ, আপনার কিস্তি পরিশোধের তথ্য আপডেট সংক্রান্ত জরুরি নির্দেশনা:
তথ্য সংরক্ষণ: কিস্তি পরিশোধের পর সেটি আমাদের হার্ড কপিতে লিপিবদ্ধ করে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে। অনুগ্রহ করে মেসেজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ওয়েবসাইট আপডেট: প্রতি মাসের ২১ থেকে ৩০ তারিখের মধ্যে ওয়েবসাইটের তথ্য আপডেট করা হয়।
সময়সীমা: * যদি আপনি চলতি মাসের ২০ তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করেন, তবে সেই তথ্য এই মাসের শেষেই (২১-৩০ তারিখ) আপডেট হবে। যদি আপনি ২০ তারিখের পর পরিশোধ করেন, তবে তা পরবর্তী মাসের ২১-৩০ তারিখের মধ্যে আপডেট করা হবে | সঠিক তথ্যের জন্য নিয়মিত ওয়েবসাইটের নোটিশ এবং পারিবারিক বন্ধন অ্যাসোসিয়েশন-এর সংবিধান পড়ার জন্য অনুরোধ করা হলো।
সময়মতো কিস্তি পরিশোধ করুন, অতিরিক্ত জরিমানা এড়িয়ে চলুন
সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতি মাসের ২০ তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের পর কিস্তি প্রদান করলে অ্যাকাউন্ট প্রতি ৫ টাকা হারে বিলম্ব ফি বা জরিমানা যুক্ত হবে।
শেষ মুহূর্তের ভিড় কিংবা যান্ত্রিক ত্রুটি এড়াতে ২০ তারিখের অপেক্ষায় না থেকে আগেই আপনার কিস্তি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
পরিচালনা পর্ষদ,
বপক
বন্ধন পরিচালনা কমিটি
ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হিসাব আপডেট করা হয়েছে
সময়মতো কিস্তি পরিশোধ করুন, অতিরিক্ত জরিমানা এড়িয়ে চলুন
সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতি মাসের ২০ তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের পর কিস্তি প্রদান করলে অ্যাকাউন্ট প্রতি ৫ টাকা হারে বিলম্ব ফি বা জরিমানা যুক্ত হবে। শেষ মুহূর্তের ভিড় কিংবা যান্ত্রিক ত্রুটি এড়াতে ২০ তারিখের অপেক্ষায় না থেকে আগেই আপনার কিস্তি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ব্যাচ ২০২০: মোট অ্যাকাউন্ট সংখ্যা ৩৭টি
ব্যাচ ২০২৬: মোট অ্যাকাউন্ট সংখ্যা ৩৮টি
মোট অ্যাকাউন্ট বা সদস্য সংখ্যা: ৭৫ টি/জন
সম্মানিত সদস্যবৃন্দ,
আপনাদের সুবিধার্থে সঠিক ব্যাচটি বেছে নিন। যারা জানুয়ারি ২০২০ এ অ্যাকাউন্ট খুলেছেন তারা 'ব্যাচ ২০২০' এবং যারা জানুয়ারি ২০২৬ এ যোগ দিয়েছেন তারা 'ব্যাচ ২০২৬' বাটনে ক্লিক করুন।
আপনার যোগদানের সময় অনুযায়ী সঠিক ব্যাচটি নির্বাচন করুন:
জানুয়ারি ২০২০ থেকে যুক্ত সদস্য: ক্লিক করুন [ব্যাচ ২০২০] Batch 2020
জানুয়ারি ২০২৬ থেকে যুক্ত সদস্য: ক্লিক করুন [ব্যাচ ২০২৬] Batch 2026
Banskhali , Jaldi Thana
Post Code: 4390
Chittagong,
Bangladesh.
Account Oparate By:
Bondhon Association Authority